বাংলাদেশে মনে প্রাণে বাঙালি খুব কমই আছে । যে দু’একজন আছে তারাও পড়েছে অসুখে ; জ্বালা-পোড়া অসুখে। মাঝেমাঝেই এদের জ্বালা-পোড়া শুরু হয়। তারা আজকাল পিঁয়াজের খোসা তুলে তুলে নতুন কিছু বের করার মত করে বাঙালির সংস্কৃতি রক্ষা করতে চায়! এটা চলবে না, ওটা চলবে না, ওভাবে হবে না, এভাবে হলে কোন সমস্যা নেই – এসব করতে করতে সর্বশেষ কোথায় পৌছাবে তারা নিজেরাও জানে না। বাঙালিত্বের নতুন নতুন রূপরেখা বাঙালি জাতির শরীরে বারংবার অস্ত্রপাচার করছে! এ অস্ত্রপাচার শুধু কোন পক্ষের মন রক্ষার্থে নতুবা মৃতকে দীর্ঘদিন জীবিত রাখার স্বার্থে! কারণ দুইয়ের যেটাই হোক -ক্ষতিকর!
ফেইসবুকে নানান গৃহ ঘুরে, ইউটিউবে বিভিন্ন ভিডিও/বয়ান দেখে আমি এইটুুক সিদ্ধান্তে পৌছেছি যে, এক অনন্ত ষড়যন্ত্র চলছে বাঙালির শেষ বিন্দু ধ্বংস করতে!
এজন্য ‘শুভ নববর্ষ ‘ বলতে গিয়ে কাল অবদি বহুবার থেমেছি। লোক দেখানো এসব কালচারে কী আসে যায়, যেখানে ভিতরটায় গভীর ক্ষত?